নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
শিশু ও নারী উন্নয়ন কার্যক্রম প্রকল্পের আওতায় স্যানিটেশন, পরিবেশ, জন্ম নিবন্ধন, বাল্যবিবাহ, মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধ, যৌতুক, মা ও শিশুস্বাস্থ্য পরিচর্যা এবং নিরাপদ মাতৃত্ব বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার সকালে না.গঞ্জ সদর উপজেলা মিলনায়তনে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আকতার চৌধুরী। রিসোর্স পারসন হিসাবে উপস্থিত ছিলেন না.গঞ্জ জেনারেল (ভিক্টোরিয়) হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডা. তাহমিনা আমিন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শীলা সাহা। জেলা তথ্য কার্যালয়ের ঘোষক মো. সালাউদ্দিনের উপস্থাপনায় কর্মশালায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা সহকারি তথ্য কর্মকর্তা তানিয়া আহমেদ উমা। জেলা তথ্য কার্যালয়ের আয়োজনে ও সদর উপজেলা কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।