বিজয় বার্তা ২৪ ডট কম
দিনটি ছিল শনিবার। ইসদাইর সমাজ উন্নয়ন সংস্থা বন্ধন গার্ডেনের উদ্যোগে বিনামূল্যে গরীব শিশুদের সুন্নতে-খাৎনা, কোমলমতি শিশুদের নাক-কান ফোড়ানো এবং শিশুদের মাঝে খেলনা সামগ্রী বিতরণ করার আয়োজন করা হয়। আর এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান শিশুদের মাঝে এসব সামগ্রী বিতরন করেন। বিতরণের এক পর্যায়ে শিশুদের সাথে হাসিতে মেতে উঠেন শামীম ওসমান। রাজনীতির বাইরে তার যে এক শিশু মনা মনোভাব রয়েছে তা্ই ফুটে উঠেছে আজকের এই অনুষ্ঠানে।
শনিবার বিকালে ইসদাইর ওসমানী পৌর স্টেডিয়ামে আলহাজ্ব আফরোজা খাঁন রুনু সহ সকল মৃত ব্যাক্তিদের আত্মার মাগফেরাত কামনায়, ইসদাইর সমাজ উন্নয়ন সংস্থা বন্ধন গার্ডেনের উদ্যোগে এইসব সেবামুলক কাজ এবং খেলনা সামগ্রী বিতরণ করা হয়।
ইসদাইর সমাজ উন্নয়ন সংস্থা’র সভাপতি ছিদ্দিকুর রহমান’র সভাপতিত্বে এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক রোমান চৌধুরী সুমনের সঞ্চালনায় এ সময়ে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো: শরফুদ্দীন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ফিরোজ মাহমুদ সামা, সুমাইয়া নীট ওয়্যার চেয়ারম্যান শফিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো: মামুন, জাপা নেতা এস. রুপু সহ অনেকেই ।
এ সময়ে ৪’শ জন শিশুকে সুন্নতে-খাৎনা, সাড়ে ৪’শ শিশুকে নাক-কান ফোড়ানো এবং ৫’শ শিশুর মাঝে খেলনা সামগ্রী বিতরণ করা হয়।