বিজয় বার্তা ২৪ ডট কম
শিশুদের মুখে হাসি ফোটাতে জেড এন্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অয়ন ওসমান এর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী বাচ্চাদের মাঝে শারদীয় উপহার প্রদান করা হয়েছে।
সোমবার সকালে শহরের শীতলক্ষা এলাকায় সত্য নারায়ণ জিউর মন্দিরে ২০০ শিশুদের মাঝে পূজার এই পোশাক উপহার দেওয়া হয়।
এসম উপস্থিত ছিলেন- যুবলীগ নেতা আহাম্মেদ কাউছার, মারুফ, ছাত্রলীগ নেতা- রামীম হাসান, ফরিদ, সিমান্ত, বাপ্পী, সোহান,রাসেল, সুরুজ, মেয়াজ নিঝুম, আবিদ শুভ, ছোটন প্রমুখ।
শিশুরা পূজার নতুন পোশাক পেয়ে আনন্দিত। অয়ন ওসমানের জন্য তারা দীর্ঘায়ু কামনায় প্রার্থনা করেছেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এসময় যুবলীগ নেতা আহাম্মেদ কাউছার অয়ন ওসমানের পক্ষে সবাইকে শারদীয়া দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন।