নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বাংলাদেশ নৌ বাহিনীর এনইউপি এনডিইউএসসি কমডোর এম খুরশিদ মালিক বলেছেন,শিশুদেরকে মেধাশীল করণে ক্রীড়াচর্চা অপরিহার্য। পড়া-লেখার পাশাপাশি খেলাধূলায় রপ্ত থাকলে শিশুরা মানসিক বিকাশে পরিপূর্ণ হয়ে ওঠে। শনিবার সকাল ১১টায় বন্দরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বন্দর শিশু নিকেতন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধাণ অতিথি’র বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। খুরশিদ মালিক আরো বলেন,প্রাথমিক শিক্ষা জীবন গড়ার প্রথম সোপান। প্রাথমিক শিক্ষা থেকে সন্তানদেরকে পরিচর্যা করা গেলে তাদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব। বিদ্যালয় পরিচালনা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান মিয়ার সভাপতিত্বে স্থানীয় বন্দর সিরাজউদ্দৌলা ক্লাব ময়দানে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মদ ভূইয়া ও বিশিষ্ট সমাজ সেবকমোঃ খালেকুজ্জামান মিয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রিন্সিপাল শামীমা আক্তার,পরিচালনা পরিষদৈর সম্পাদক মোঃ রহমতউল্লাহ মিয়া,জাতীয় ফুটবলার নাজিমুল ইসলাম পলু,বন্দর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ কবির হোসেন,জাতীয় পার্টির নেতা আজহারুল ইসলাম ভূইয়া জিন্নাহ,মজিবুর রহমান কচি,বিএম ইউনিয়ন মডেল স্কুল এন্ড কলেজ গভর্ণিং বডি’র কলেজ শাখার অভিভাবক প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম,যুবলীগ নেতা মোয়াজ্জেম হোসেন নূর,জাতীয় পার্টির নেতা কাজী শাহিন,মোঃ বাবু ভূইয়া