স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
ঘন কুয়াশার কারণে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছ। কুয়াশা কেটে গেলে শুক্রবার সকাল ৮টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
এ সময় মাঝ পদ্মায় নৌচ্যানেলের বিভিন্ন পয়েন্টে ২ শতাধিক যানবাহন নিয়ে নোঙর করে রাখে ১২টি ফেরি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা যায়, রাত ১টার দিকে ঘন কুয়াশার কারণে নৌচ্যানেলের মার্কিং বয়া বাতি দেখা না যাওয়ায় কর্তৃপক্ষ ফেরি পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
এ সময় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট ও মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি ফেরিঘাট থেকে ছেড়ে যাওয়া ১২টি ফেরি মাঝ পদ্মায় নোঙরে রাখা হয়। প্রতিটি ফেরিতেই দূরপাল্লার বাস ছিল।