বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় দায়িত্ব পালন
করার সময় কাভার্ড ভ্যানের চাপায় ট্রাফিক পুলিশের এটিএসআই আবুল কালাম (৫৫) নিহত হয়েছেন।
বুধবার বেলা সাড়ে ১১টায় শিবু মার্কেট এলাকায় দায়িত্ব পালন করার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে গুরুতর আহতাবস্থায় নারায়ণগঞ্জ খানপুর তিনশ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশে কর্মরত ছিলেন এটিএসআই আবুল কালাম। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার মধুখালী এলাকায়।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) শরিফুল ইসলাম জানান, আবুল কালাম শিবু মার্কেট এলাকায় দায়িত্ব পালন করছিল। হঠাৎ দ্রুত গতিতে পেছন দিক থেকে একটি ছোট কাভার্ড ভ্যান এসে তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানসহ চালক ও হেলপারকে পুলিশ আটক করেছে।