চাঁপাইনবাবগঞ্জ,বিজয় বার্তা ২৪
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদেও চেয়ারম্যান ও জেলা জামায়াতের নায়েবে আমীর কেরামত আলী সহ তিন জনকে গ্রেফতার করেছে নাচোল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৭টি ককটেল উদ্ধার করা হয় । গ্রেফতারকৃতরা হলো শিবগঞ্জ পৌরসভার জাল মাছমারী গ্রামের দাউদ আলীর ছেলে উপজেলা চেয়ারম্যান কেরামত আলী (৬০), বাবুপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে আলকাস আলী (৫২) ও সেলিনাবাদ গ্রামের রইসউদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৩৯)।তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় নাশকতা ও বিস্ফোরক সহ বিভিন্ন মামলা রয়েছে। নাচোল থানার অফিসার ইনচার্জ ফাসিরুদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান আজ সোমবার দুপুর পৌনে ১টার সময় নাচোল থানার ওসি ফাছিরুদ্দিন গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার কসবা ইউনিয়নের কেন্দবোনা সততা ইট ভাটা থেকে উক্ত ৩ জনকে গ্রেফতার করে। এ ব্যাপারে নাচোল থানায় একটি বিস্ফোরক আইনে মামলা দায়ের হয়েছে ।