বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেব সংসদ সদস্য আলহাজ্ব এস এম আকরাম বলেছেন, শিক্ষা মানুষের জীবনের বড় অর্জণ। যে যত শিক্ষা অর্জণ করবে সে তত উন্নত জীবন লাভ করবে। শিক্ষা অর্জণের মাধ্যমেও আমি এস এম আকরামও দেশের মানুষের কাছে পরিচিতি লাভ করেছি। শিক্ষা অর্জণ করে আমি আর কিছু না পারলেও সৎ ও একজন ভাল মানুষ হতে পেরেছি এখানেই আমার শিক্ষা জীবনের স্বার্থকতা। শুধুমাত্র ঢাকার উত্তরা ছাড়া সারা পৃথিবীর আর কোথাও একটুকুও জায়গা নেই আমার। আমার সন্তানদের একটা কথাই বলি তোমাদেরকে বাড়ি গাড়ি বিশাল প্রপ্রাটিজ না দিতে পারলেও এমন একটা সম্পদ দিয়ে গেলাম সেটা হচ্ছে সারা বাংলাদেশের যেখানেই যাবে শুধু বলবে আমি এস এম আকরাম সাহেবের ছেলে তোমাদেরকে আর কিছু না করুক অন্ততঃ সম্মানের সাথে মূল্যায়ন করবে। শনিবার বেলা ১১টায় বন্দরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল এন্ড কলেজের ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধাণ অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। এস এম আকরাম আরো বলেন,তোমাদেরকে লেখা-পড়া করে সৎ এবং ভাল মানুষ হতে হবে। তোমরা সৎ এবং ভাল মানুষ হলে তোমাদের মা-বাবার মুখ উজ্জল হবে। তোমাদের মা-বাবার মুখ উজ্জল হলে তোমাদের বংশের মুখ উজ্জল হবে। সুতরাং তোমাদের প্রতি আমার একটাই চাওয়া তোমরা ভাল মানুষ হও। গভর্ণিং বডির সভাপতি আলহাজ্ব মঞ্জুর হাসান মেম্বারের সভাপতিত্বে বিদায় সংবর্ধণা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলহাজ্ব আহাম্মদ হালিম মজহার,গভর্ণিং বডির সদস্য রবিউল আলম রবি,খালিদ হোসাইন, আশরাফ হোসেন, সাবেক সদস্য আফজাল হোসেন মোঃ অশ্রাফ,মোঃ আনিসসহ অন্যান্য ব্যক্তিবর্গ। পরিশেষে ২০১৭ সালের ৩শ’ ৩০জন পরীক্ষার্থীর মাঝে বিদায়ী সম্মামনা ক্রেষ্ট ও উপহার তুলে দেয়া হয়।