স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
শিক্ষা ব্যাংক স্থাপন ও অষ্টম জাতীয় বেতন স্কেলে সহকারী শিক্ষকের পদ নবম গ্রেড এবং সিনিয়র শিক্ষক পদটি অষ্টম গ্রেডে ভুক্তকরণসহ ১৬ দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এসব দাবি জানান। আগামী ১৫ মার্চের মধ্যে এসব দাবি পূরণ না হলে ২০ মার্চের পর ক্লাস বর্জন, কর্মবিরতিসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।
সংবাদ সম্মেলনে শিক্ষকরা যেসব দাবি উপস্থাপন করেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো- পদোন্নতির সুযোগ কম থাকায় ১৬ বছরে তিনটি টাইমস্কেল ও অন্যান্য বিকল্প সুবিধা প্রদান, মানবিক ও আর্থিক কারণে গেজেটেড ঘোষণার পূর্বের যোগদান সময়কাল বিবেচনা করে প্রায় ৫ হাজার সহকারী শিক্ষকের বিভিন্ন মেয়াদের বকেয়া টাইমস্কেল-সিলেকশন গ্রেড প্রদান, নিয়োগ বিধি প্রণয়ন করে পিএসসির মাধ্যমে দ্রুত প্রায় ২ হাজার সহকারী শিক্ষকের শূন্য পদে জনবল নিয়োগ ও প্রায় ৪৫০টি সহকারী প্রধান শিক্ষক, ৭০টি প্রধান শিক্ষক সমমনা পদে দ্রুত পদোন্নতি প্রদান, সরকারি কলেজের প্রভাষকের মোট শূন্য পদের ১০ শতাংশ পদে যোগ্যতানুযায়ী সহকারী শিক্ষদের পদোন্নতি প্রদান, স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর স্থাপন, আঞ্চলিক কার্যালয়ে পরিচালক এবং প্রতি জেলায় উপপরিচালকের পদ সৃষ্টি, সিনিয়র শিক্ষকদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে পদায়ন ও শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা, সারা বাংলাদেশে শিক্ষকদের জন্য শিক্ষা ব্যাংক স্থাপনসহ ১৬ দফা দাবি।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মোফাজ্জল হোসেন এবং দাবির পক্ষে মূল বক্তব্য পেশ করেন সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ মোখলেছুর রহমান চৌধুরী। এ ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক নেতা মোহাম্মাদ আলী বেলাল, আশরাফুল হক ভূইয়া, এম এ মতিন প্রমুখ।