বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে ছিনতাইকারীর হাতে এআইইউবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াজেদ সীমান্ত (২০) হত্যার ঘটনায় মো. অনিক নামে (২৮) এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত অনিক নারায়ণগঞ্জ সদর উপজেলার গুপচর সুকুম পট্টি এলাকার মো. নয়নের ছেলে।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।
তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামি অনিকের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই, ডাকাতি প্রস্তুতি, মাদকসহ মোট ৮টি মামলা এবং ডাকাতির প্রস্তুতি ও মাদক মামলার ২টি গ্রেপ্তারি ওয়ারেন্ট আছে।
জেলা পুলিশ সুপার আরো বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, সিসি টিভি ক্যামেরা ফুটেজ ও বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে হত্যা কান্ডের সাথে সরাসরি জড়িত আসামি মো: অনিককে (২৭) গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার কাছ থেকে নিহত শিক্ষার্থী সীমান্তের এন্ড্রয়েড মোবাইল ফোন ও হত্যা কান্ডে ব্যবহৃত ১টি সুইচ গিয়ার (চাকু) উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, সীমান্ত হত্যা কান্ডে আরো যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তারের জন্য জেলা পুলিশের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ভিকটিমের বাবা বাদি হয়ে ১টি মামলা রুজু করেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর সকাল সাড়ে ৫টায় নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা পাঠাগার এর সামনে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: ওয়াজেদ সীমান্তকে ছুরিকাঘাত করে ছিনতাইকারী অনিক। এসময় হাতে, পায়ে, পেটে এবং মাথায় গুরুতর আঘাত পায় সিমান্ত। এরপর ঘটনাস্থলের পাশের চায়ের দোকানদার ও সিমান্তের বাবা মো: আলম পারভেজ সিমান্তকে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যান। ডাক্তার উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য রেফার্ড করেন। এর দুইদিন পর ১৪ ডিসেম্বর রাত ১০টায় চিকিৎসাধীন অবস্থায় সিমান্ত মারা যায়।