বিজয় বার্তা ২৪ ডট কম
কমলমতি শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষা গ্রহন করে ভাল মানুষ হওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাফায়েত আলম সানি। তিনি বলেন, কসাই মার্কা ডাক্তার, দুর্নীতিবাজ ইঞ্জিনিয়ারের চেয়ে একজন প্রকৃত মানুষের মূল্য অনেক বেশী। সেই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়ে লাভ নেই যারা টাকা ছাড়া মানুষের সেবা করেন না।
শনিবার সকালে সিদ্ধিরগঞ্জে কদমতলী শাহিনূর আদর্শ উচ্চ বিদ্যালয়ে সমাপনী পরীক্ষার্থীদের জন্য দোয়া ও মেধাবী শিক্ষার্থীদের সম্মননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাফায়েত আলম সানি বলেন, “পরের সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে” “নিজের খাবার বিলিয়ে দিবো অনাহারীর মুখে”। এই কবিতাটি দিয়ে একসময় শিক্ষার্থীরা শিক্ষা পেয়ে নিজেদের মনুষ্যত্বকে জাগ্রত করেছিল। আজ সেই এই শিক্ষা কতিপয় মিডিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হচ্ছে ‘একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও’। শিক্ষার্থীদের মনুষ্যত্ব বিকাশে বাঁধাগ্রস্থ করছে কতিপয় মিডিয়া।
তিনি আরো বলেন, জননেতা সাংসদ শামীম ওসামান সন্ত্রাস, মাদক ও জঙ্গীমুক্ত নারায়ণগঞ্জ গড়তে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তার উদ্যেগের অংশ হিসেবে জেলা ছাত্রলীগ মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করছেন। প্রতিটি থানার, ইউনিয়ন ও ইনিয়নের ওয়ার্ড পর্যায়ে ছাত্রলীগের সকল নেতাকর্মীরা মাদক প্রতিরোধে কাজ করে যাচ্ছেন। অবাক হই যখন দেখী কতিপয় মিডিয়া মাদক ব্যবসায়ীদের পক্ষে অবস্থান নেন।
তিনি বলেন, গত শুক্রবার দুপুরে ফুতল্লার কাশীপুরের দেওয়ান বাড়ির হিন্দু বাড়ি এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলায় এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করে মাদক ব্যবসায়ীরা। কষ্ট হয় যখন দেখী মাদক ব্যবাসায়ীদের পক্ষে সংবাদ প্রকাশ হয়। আরো বেশী কষ্ট হয় যখন দেখী এই মাদক ব্যবসায়ীদের শেল্টার দাতা স্থানীয় এক প্রভাবশালী নেতা। ওই নেতার শেল্টারে মাদক ব্যবসায়ীরা মাদক ব্যবসায় করছে। তবে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগও মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়ার পাত্র নয়। শেল্টার দাতা যেই হোক না কেন তাকেও ছাড় দেওয়া হবে না। সাংসদ শামীম ওসমানের মাদক মুক্ত নারায়ণগঞ্জ শহর গড়তে প্রতিজ্ঞাবদ্ধ নারায়ণগঞ্জের ছাত্রলীগ। আমিও তাদের হুশিয়ারী করে দিচ্ছি সময় থাকতে মাদক ব্যবসায়ীদের পাশে না থেকে শামীম ওসমানের নির্দেশনায় তাদের বিরুদ্ধে রুখে দাড়ান।
শাহীনূর আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালক আরীফ হোসেন ঢালীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনোয়ারা বেগম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সালাম ঢালী, পরিচালনা কমিটির সভাপতি সোহেল আজাদ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মিনহাজুল ইসলাম রিয়াদ, সাংগঠনিক সম্পাদক সানি আহমেদ পরশ, মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাছিম মাহমুদ তপন, মহানগর ছাত্রলীগ নেতা শাহরিয়ার রহমান বাপ্পী, ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সহ সভাপতি আহমেদ তামিম, সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন, তোলারাম কলেজ ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম রাকিব, ছাত্রলীগ নেতা মো. মুন্না, জুবায়ের প্রমূখ।
এসময় সাফায়েত আলম সানি বিদ্যালয়ের শাহিনূর কিন্ডার গার্টেন এন্ড স্কুল এর পরিবর্তে শাহিনূর আদর্শ স্কুল হিসেবে প্রস্তাবিত নাম ঘোষনা করেন।