বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরের নবীগঞ্জ নোয়াদ্দা এলাকায় গ্রামবাসীর চলাচলের রাস্তা ও একটি পরিবারের বাড়ির গেইট টিনের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষ মনিকা বেগম। দীর্ঘ ২ মাসেও রাস্তা খুলে না দেয়ায় এলাকাবাসী জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন। জেলা প্রশাসক বন্দর ইউএনওকে ঘটনা দেখে ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রদান করেছেন।
জানা যায়,বন্দরর নবীগঞ্জ নোয়াদ্দা এলাকায় প্রায় ৪০ বছরের পুরনো রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দিয়ে একই এলাকার মসিউর রহমান মহসীনের স্ত্রী মনিকা আক্তার। সে পৈত্রিক সম্পত্তি দাবি করে আদালতে মামলা করার পর আদালতের নির্দেশের অপেক্ষা না করেই জোর পূর্বক রাস্তা বন্ধ করে দেয়। মামলা নং ২৮৮/১৫। বন্ধকৃত রাস্তা দিয়ে সিটি করপোরেশনের ড্রেন, ওয়াসা ও পাইপ রয়েছে। এ রাস্তা দিয়ে এক সময় রিকশা ও সিএনজিও চলাচল করত বলে এলাকাবাসী জনান। রাস্তা বন্ধ করে দেয়ার কারণে এলাকার মুসল্লীরা মসজিদে ও শিক্ষার্থীরা স্কুলে আসতে পারে না। কোমলমতি শিশুরা প্রায় ১ কিলো মিটার ঘুরে স্কুলে আসতে হয়। যা মানবাধিকার লঙ্ঘন। এলাকাবাসী বাধা দিলে তাদের বিভিন্ন ভাবে মিথ্যা ও হয়রানি মূলক মামলা দেয়ার হুমকি দেয়া হয়। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। যে কোন সময় বড় ধরণের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী আশংকা করছেন। তাই এলাকাবাসী প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যপারে মনিকা আক্তারের সাথে কথা বলতে চাইলে তাকে বাসায় পাওয়া যায়নি।