বিজয় বার্তা ২৪ ডট কম
শিক্ষানীতি বাতিলের দাবিতে সিদ্ধিরগঞ্জে ইসলামী আন্দোলনের গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ কর্মসূচী পালন করা হয় সিদ্ধিরগঞ্জের শিমরাইল রেন্ট-এ কার স্টান্ডে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত গণ স্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের সহ-সভাপতি সোহরাব হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, মোজাম্মেল হক, আলী হোসেন, মাহবুবুর রহমান, ওবায়দুল হক, হাজী আব্দুল মালেক মুন্সী, ডাঃ দুলাল, আঃ বারেক প্রমুখ। আয়োজকদের বলেন, বিতর্কিত শিক্ষানীতি ২০১০ এর আলোকে বাংলাদেশের কোমলমতি ছাত্র-ছাত্রীদের জন্য প্রণীত নতুন সর্বনাশা সিলেবাস প্রমাণ করে এ শিক্ষানীতির মতলব জঘন্য। এ শিক্ষানীতি বাংলাদেশকে ধ্বংসের শিক্ষানীতি। এ শিক্ষানীতি বাংলাদেশ থেকে ইসলাম ও মুসলমান শূন্য করার রণকৌশল। তাই এ শিক্ষানীতি বাতিলের দাবি জানান আয়োজকরা।