বিজয় বার্তা ২৪ ডট কম
বুধবার ( ১৮ জুলাই ) বিকেল তিনটায় জেলা আইনজীবী সমিতি ভবনে জেলা আইনজীবী সমিতির আয়োজনে শিক্ষানবীশ আইনজীবীদের টাই ও আইডি কার্ড প্রদান অনুষ্ঠিত হয় ।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. মুহাম্মদ মহসিন মিয়া’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ বার কাউন্সিল লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এড. কাজী মোঃ নজিবুল্লাহ হিরু, বিশেষ নারায়ণগঞ্জ নারী সংসদ সদস্য এড. হোসনে আরা বেগম,বাংলাদেশ বার কাউন্সিল লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এড. নজিবুল্লাহ হিরু, জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমান, জেলা নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক জুয়েল রানা, অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল হোসেন, মোঃ জাকির হোসেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্ত আরোও উপস্থিত ছিলেন, জেলা পিপি এড. ওয়াজেদ আলী খোকন, জিপি এড. মেরিনা বেগম, সাবেক পিপি এড. হুমায়ূন কবির, এড. সুলতানুজ্জামান, সাবেক সভাপতি এড. আনিসুর রহমান দিপু, এড. আঃ বারী ভূঁইয়া, জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি এড. রেজাউল করিম রেজা, সহ সভাপতি এড. আজিজুল আল মামুন প্রমুখ ।
আলোচনা সভা শেষে শিক্ষানবীশ আইনজীবীদের টাই ও আইডি কার্ড প্রদান করা হয়