বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে সদ্য বিদায়ী কবি নজরুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শহিদুল্লাহ মাষ্টারের সাথে একান্ত সাক্ষাত করেন নাসিক ২৪নং ওয়ার্ডের দুই দুই বারের নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর আফজাল হোসেন। গত মঙ্গলবার বিকেলে তিনি দেওলী চৌড়াপারা’স্থ বিদায়ী ওই শিক্ষকের নিজ বাসভবনে গিয়ে তার শারীরিক ও মানুষিক বিভিন্ন বিষয়ে খোজ-খবর নেন। এ সময় তিনি বিদায়ী এই শিক্ষকের উদ্দেশ্যে আবেগ আপ্লুত হয়ে বলেন,শিক্ষাই জাতির মেরুদন্ড আর শিক্ষক হচ্ছে মানুষ গড়ার হাতিয়ার। মা-বাবার পরেই সন্তানরা শিক্ষকের কাছে জ্ঞান আহরন করবে এতে কোন সন্দেহ নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি দেখেছি এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের শহীদুল্লাহ স্যার কোন মনোযোগ সহকারে পড়াতেন। কোন বিষয়ে শিক্ষার্থীরা না বুঝলে তাকে বার বার বুঝাতেন। আর সর্বসময় এই বিদ্যালয় নিয়ে তিনি ভাবতেন। বছরের মধ্যে প্রত্যেক দিবস সম্পর্কে তিনি তার ছাত্র-ছাত্রীদের প্রশ্ন করতেন। শিক্ষার্থীরা ভূল করলে সঠিক বিষয়গুলো আঙ্গুল দিয়ে শোধরে দিতেন। আমার রাজনৈতিক শিক্ষাগুরু আমার নেতা নাসিম ওসমানও ছিলেন শিক্ষক প্রেমী। কোন শিক্ষক সমস্যায় ও অসুস্থ্য থাকলে তিনি বসে থাকতে পারতেন না। তিনি বিশ^াস করতেন শিক্ষকরাই জাতিকে নিয়ে যেতে পারে অনেকদূর। আমি শহিদুল্লাহ স্যারের মতো এমন বিচক্ষন শিক্ষক কোথাও দেখিনি। আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। এ সময় কাউন্সিলর আফজাল ছাড়াও তার সঙ্গে উপস্থিত ছিলেন কাউন্সিলর সচিব মোঃ আমির হোসেন,কালুন মিয়া,মোঃ আলীসহ দলীয় নেত্রীবৃন্দ।