নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
আল্লাহ ও রাসুল (সঃ) কে নিয়ে কটুক্তি করা শিক্ষক শ্যামল কান্তি ভক্তর ফাঁসির দাবীতে উত্তাল হয়ে উঠেছে সিদ্ধিরগঞ্জ। শুক্রবার বাদ জুম্মার নামাজের পর প্রচন্ত বৃষ্টির উপেক্ষা করে সিদ্ধিরগঞ্জে বিভিন্ন জামে মসজিদের সর্বস্তরের মুসলিম নারায়ণগঞ্জÑআদমজী সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিলে ফাঁসি ফাঁসি ফাঁসি চাই শ্যামল কান্তির ফাঁসি চাই, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সেলিম ওসমান ভয় নাই, নাস্তিকের ঠাই নাই ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠে সিদ্ধিরগঞ্জ। মানব বন্ধনে দ্রুত ভন্ড শিক্ষকের ফাঁসি, তার পুনর্বহালের সিদ্ধান্ত প্রত্যাহার না করার জন্য আহ্বান করেন মুসল্লিরা। তা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষণার হুমকিও দেন তারা।
জুম্মার নামাজ শেষে হাজার হাজার মুসল্লিরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, মুক্তি নগর, সানাড় পাড়, মৌচাক, মিজমিজি, সাহেব পাড়া এলাকায় বিক্ষোভ করে।
এদিকে আদমজী, কদমতলী, সোনামিয়া মার্কেট এলাকার বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা শিমরাইল নারায়ণগঞ্জ সড়কে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি সোনামিয়া মার্কেট থেকে বের হয়ে এসও, বার্মাস্ট্যান্ড, ২নং বাসস্ট্যান্ড ও চৌধুরী বাড়ি প্রদিক্ষন করে। এ সময় পথে পথে এসও, বার্মাস্ট্যান্ড, ২নং বাসস্ট্যান্ড ও চৌধুরী বাড়ি এলাকার ধর্মপ্রান মুসলমানেরা যোগ দিলে প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠে। এসময় উপস্থিত ছিলেন, আদমজী রড় মসজিদের ইমাম মাওলানা সোলেমান হোসেন, মাওলানা মনির হোসেন, এস ও জামে মসজিদের ইমাম মাওলানা ওমর ফারক, বাতুল মামুর জামে মসজিদের ইমাম মাওলানা সামসুল হক, সিমূলপাড়া আইপাড়া জামে মসজিদের ইমাম মুফতি মাহাবুবুর রহমান, সমাজ সেবক আনোয়ার হোসেন মেহেদী, খন্দকার মানিক মাষ্টার, মানবাধিকার কর্মী আশরাফ আহমেদ, মাহাবুবুর রহমান, রবিউল, লিটন আহমেদ, জসিম উদ্দিন প্রমূখ।
পরে শিমরাইল-নারায়ণগঞ্জ সড়কের তাঁতখানা এলাকায় এক সমাবেশে বক্তারা বলেন, ইসলাম নিয়ে কটুক্তিকারী শিক্ষক এখনো বহাল তবিয়তে রয়েছে। ওই ভন্ড নাস্তিক শিক্ষককে গ্রেপ্তার করে ফাঁসি দেওয়ার আহবান করছি। আর যদি গ্রেপ্তার না করা হয় তাহলে আল¬াহ ও রাসুল (সঃ) কে নিয়ে কটুক্তি করা শিক্ষককে ইমানদার মুসলমানদের আদালতে ফাঁসি দেওয়া হবে।