নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
কল্যন্দীর পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক শ্যামল কান্তি ভক্ত কর্তৃক ধর্মীয় অনূভূতিতে আঘাত হানার প্রতিবাদে শুক্রবার বাদ জুম্মা ও বাদ আছর বন্দরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বস্তরের মুসল্লীরা। বন্দর শাহী মসজিদের ইমাম ও খতিব হাফেজ মোহাম্মদ বায়োজিদ,হাফেজীবাগ মসজিদের ইমাম ও খতিব,মাওলানা মোঃ হাদিউজ্জামান ও বন্দর বেবীষ্ট্যান্ড জামে মসজিদের পেশ ইমাম আবু সুফিয়ান আল কাদেরীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন,পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক একজন মস্তিস্ক বিকৃতি মানুষ। আল্লাহ-নবীজীকে নিয়ে কটাক্ষ করে সে শয়তানের পরিয়চয় দিয়েছে তার মতো নাস্তিকের ফাঁসি হওয়া উচিত। এতে অংশ নেন আলহাজ্ব আব্দুর রশীদ কন্ট্রাক্টর,সামসুল হাসান,শেখ কামাল,নূর হোসেন,কামাল সিকদার,জাবেদ হোসেন জাবুন,মিছিলটি শাহী মসজিদ হতে শুরু হয়ে নানা শ্লোগানে মুখরিত হয়ে বন্দর বাজারে এসে শেষ হয়। একই সময়ে আলীনগর জামে মসজিদ হতে জাতীয় পার্টির নেতা আওলাদ হোসেন সেলিমের নেতৃত্বে,২নং মাধবাপাশা হতে আবুল কাশেম,মিজানুর রহমান ও মোঃ সেলিমের নেতৃত্বে হাজী নূরুল হক,হাজী আব্দুল হাই,মোঃ ইব্রাহিম,আব্দুল হাকিম,জাকির হোসেনসহ অন্যান্য ব্যাক্তিবর্গ।