নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বৃহষ্পতিবার সকাল ১০ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষককে নির্যাতন ও কানে ধরে উঠ-বস করানোর প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ফেডারেশন মহানগর শাখার উদ্দ্যোগে মানববন্ধন সমাবেশের অনুষ্ঠিত হয়।
মহানগর ছাত্র ফেডারেশনের আহ্বায়ক শুভ দেবের সভাপতিত্বে ও সম্পাদক শেখ তানভীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, গণসংহতি আন্দোলন মহনগরের আহ্বায়ক শ্রমিক নেতা অঞ্জন দাস, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান রিচার্ড, ফতুল্লা থানা ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি ইলিয়াস জামান, মহিলা কলেজ ছাত্র ফেডারেশন এর আহ্বায়ক খাদিজা আক্তার অন্তরা।
বক্তারা বলেন, পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কানে ধরিয়ে উঠ-বস করিয়ে পুরো জাতিকে অপমান করা হয়েছে। আমরা জানি এই ঘটনার সাথে যারা যুক্ত তারা ক্ষমতাসীন। তাই তাদের বিচারের আওতায় আনতে প্রশাসন কোন চেষ্টাই করছে না। ঐদিন ঘটনা স্থলে পুলিশ ও জেলা শিক্ষা অধিদপ্তর প্রতিনিধির উপস্থিতে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়। ধর্মীয় উস্কানি দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য তারা এই ঘটনাটি ঘটায়। যে ছেলেটিকে নিয়ে এই ঘটনার সূত্রপাত সে নিজেই বক্তব্য দিয়েছে যে,তাকে স্যার কোন প্রকার ধর্ম নিয়ে কটুক্তি করেনি। ছেলেটির মা যে অভিযোগ পত্র গভর্নিং বডির কাছে পেশ করেন, তাতে কোথাও লেখা নেই যে তার ছেলেকে ধর্মীয় বিষয়ে কটুক্তি করা হয়েছে। দেশের আইনের বিধানে কান ধরে উঠ-বস করার কোন শাস্তির বিধান নেই। একজন আইন প্রণেতা হয়ে পাচঁ আসনের এম.পি যে কান্ড ঘটিয়েছেন তা সারা দেশকে অপমানিত করেছে। কোন সুস্থ্য স্বাভাবিক মানুষ এই ঘটনাটিকে মেনে নেয় নি। আমরা কিছু দিন আগে দেখেছি বৌদ্ধ ভিক্ষুকে ও মসজিদের ইমামকে হত্যা করা হয়। আমরা এই সকল হত্যাকান্ডের সুষ্ঠু বিচারের দাবিতে প্রথম থেকেই সোচ্চার হয়ে আন্দোলন সংগ্রাম করছি ও ভবিষ্যতেও তা অব্যহত রাখবো।
সভাপতি শুভ দেব তার বক্তব্যে বলেন, সারা দেশের মানুষ আজ চরম অনিরাপত্তার মধ্য দিয়ে বসবাস করছে। যার হাতে ক্ষমতা আছে সে যা খুশী তাই করছে। আমরা কিছু দিন আগে দেখেছি সোহাগী জাহান তনুর ধর্ষণ ও হত্যা, কলাবাগানে জোড়া খুন, বৌদ্ধ ভিক্ষু হত্যা, মসজিদের ইমামকে হত্যা এবং সম্প্রতি পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে এ কে এম সেলিম ওসমান প্রকাশ্যে জনসম্মুখে কানে ধরে উঠ-বস করান।
তিনি আরো বলেন, বাংলাদেশ শিক্ষকের শিক্ষায় নয় বরং ক্ষমতার শিক্ষায় বড় হচ্ছে। আমরা সারা বাংলাদেশে ছাত্র সংগঠনের মাধ্যমে এই নিকৃষ্ট ঘটনার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবো।