বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায় স্থানীয় সাংসদ সেলিম ওসমান জড়িত কি না, সে বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার দুপুরে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে এ নির্দেশ দেন। আগামী ৩ নভেম্বর এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
আদেশে বলা হয়ছে, পুলিশের তদন্তকারী দল প্রকৃত সত্য ঘটনা তুলে ধরতে ব্যর্থ হয়েছে। তাই বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হলো।