স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জে প্রধান শিক্ষক লাঞ্ছনা ও কান ধরে ওঠ-বস করানোর ঘটনায় যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হবে। এমনটাই জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
মঙ্গলবার রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইন্সটিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শিক্ষককে কান ধরে ওঠ-বস করানো অত্যন্ত নিন্দনীয় কাজ। আইনের ধারা ঠিক মত যাচাই-বাছাই করলে এটা অপরাধ হিসেবে বিবেচিত হবে। সে হিসেবে যারা দোষী তাদের আইনের আওতায় আনা হবে।