নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ জেলা বাস, মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়ন’র নেতৃবৃন্দ সাংসদ সেলিম ওসমান বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করে বন্দর পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের ঘটনার সঠিক তদন্তের জোর দাবি জানান।
সাংসদ সেলিম ওসমান বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা বাস, মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়ন’র উদ্যোগে মঙ্গলবার বিকেল ৩ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে নেতৃবৃন্দের বক্তব্যে এ দাবি তুলে ধরেন।
উক্ত মানববন্ধনে নারায়ণগঞ্জ জেলা বাস, মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়ন’র সভাপতি আবু তাহের’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোস্তফা ভান্ডারী, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দুলু , কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, প্রয়াত এমপি নাসিম ওসমান সৃতি ফাউন্ডেশন এর সভাপতি তারেকুল হাসান লিমন , নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এসটি আলমগীর সরকার, নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আকরাম আলী শাহিন, নারায়ণগঞ্জ জেলা ৭৪ সংগঠনের সমন্বয়ক গোলাম কাদের, নুরুল হক, লিয়াকত হোসেন বেপারী, জেলা বাস মিনিবাস উপ কমিটির সভাপতি মো জিকু খাঁন, মোঃ হাসান ও অন্যান্য নেতৃবৃন্দ ।
এসময় বক্তরা বলেন, একটি বিশেষ মহল পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের ঘটনা নিয়ে আমাদের প্রাণ প্রিয় সাংসদ জনাব সেলিম ওসমান বিরুদ্ধে অপপ্রচারের চালাচ্ছে। আজ আমরা বাধ্য হয়েছি রাস্তায় নেমে মানববন্ধন ও আন্দোলন করতে। তারা আরো বলেন, আজমেরী ওসমান আমাদের অহংকার ও প্রয়াত নাসিম ওসমান আমাদের আদর্শ এবং জনাব সেলিম ওসমান আমাদের নেতা । আর যদি আমাদের নেতাকে নিয়ে কেউ ষড়যন্ত্র বা অপপ্রচার করে তাহলে আমরা কাউকে ছাড় দিব না । আমরা প্রতিবাদ জানাই সেই সব সুশীল সমাজ ও বামপন্থী দলগুলোকে যারা এমপি সেলিম ওসমানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
অপপ্রচারকারীদের উদ্দেশ্যে তারা বলেন, আপনারা হুশিয়ার হয়ে যান নাহলে আমরা আপনাদের বিরুদ্ধে কঠোর কর্মসূচি ঘোষণা করব । এক শ্রেণীর সুশীল সমাজের লোকজন আছে তাদের কোন কাজ নেই । তারা তাকিয়ে থাকে নারায়ণগঞ্জের দিকে কখন কি ঘটে আর তা নিয়ে অপপ্রচার শুরু করে । কিছু সংখ্যক সুশীলদের হল এটা পেশা । তারা শিক্ষামন্ত্রী ও আইনমন্ত্রীর মাধ্যমে এর সঠিক তদন্তের জোর দাবি জানান ।