বিনোদনডেস্ক,বিজয় বার্তা ২৪
বলিউডে পা রাখার পর থেকেই কঠোর পরিশ্রম করে চলেছেন অভিনেত্রী সানি লিওন। শুরু থেকেই তার স্বপ্ন ছিল বলিউড কিং শাহরুখ খানের সঙ্গে কাজ করা। অবশেষে তার সেই স্বপ্ন পূরণ হয়েছে। রাইস সিনেমার একটি আইটেম গানে দেখা যাবে শাহরুখ-সানিকে।
এদিকে স্বপ্নের তারকার সঙ্গে কাজ করতে পেরে ভীষণ উচ্ছ্বসিত সানি। তাকে কাছে পেয়ে অভিভূত এই অভিনেত্রী। পাশাপাশি জানিয়েছেন, শাহরুখকে দেখে প্রথমে ধাঁধায় পরে গিয়েছিলেন তিনি।
সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মাস্তিজাদে খ্যাত এ তারকা বলেন, ‘শাহরুখের সঙ্গে কাজ করাটা অবিশ্বাস্য ব্যাপার। স্বপ্ন সত্যি হওয়ারর মতো ব্যাপার। আপনি যখন প্রতিদিন কোনো বিষয় চান এবং এক সময় আপনি যদি তা পেয়ে যান, তার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াটাও আমার কাছে ঠিক তেমনি। এটি আমার জন্য খুবই গৌরবের মুহূর্ত ছিল।’
শাহরুখের সঙ্গে প্রথমবার শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে সানি লিওন বলেন, ‘শাহরুখের সঙ্গে প্রথম শুটিংয়ের বিষয়টি আমার কাছে খুবই আবেগঘন মুহূর্ত ছিল। শুটিং করতে পেরে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। ‘আমি পেরেছি, আবেগ নিয়ন্ত্রণ করো’ বিষয়টি এমন একটি ব্যাপার ছিল। আমি বার বার বলেছি, ‘হায় ঈশ্বর! তার সঙ্গে আমার প্রথম শুটিং।’
শুটিং সেটে শাহরুখকে প্রথম যখন দেখেন তখন ভীষণ আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন সানি। তিনি অনেকটা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছিলেন। কী করবেন বুঝে উঠতে পারছিলেন না এ অভিনেত্রী।
তার ভাষায়, ‘তিনি (শাহরুখ) খুব ভালো, বিনীত এবং প্রফেশনাল। অন্যদিকে আমি কী করব বুঝে উঠতে পারছিলাম না। লজ্জা পাচ্ছিলাম। আমার অবস্থা সেই ব্যক্তির মতো হয়েছিল যে কিনা বুঝতে পারে না তার পছন্দের মানুষটি সামনে থাকলে সে কী করবে!’
সানি জানান, শাহরুখের সঙ্গে তার প্রথম দেখা হওয়ার বিষয়টি ছিল অনেকটা প্রিয় তারকার সঙ্গে ভক্তের দেখা হওয়ার মতো।
রাহুল ডোলাকিয়া পরিচালিত রাইস সিনেমায় ‘লায়লা ও লায়লা’ শিরোনামের এই রিমেক গানে নাচবেন সানি লিওন। আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।