বিজয় বার্তা ২৪ ডট কম
পূজা মন্ডপে উগ্র আচরনের মাধ্যমে উচ্ছৃঙ্খলা-বিশৃঙ্খলার সৃষ্টি থেকে বিরত থেকে শান্তিপূর্ণ পূজা উদযাপনের আহবান জানিয়েছেন সদর উপজেলার পুজা উদযাপন কমিটি। অপরদিকে পূজা উদযাপনের সময় নিরাপত্তা দিয়ে শতভাগ সহযোগিতার নিশ্চয়তা প্রদান করেছেন ফতুল্লা মডেল এএসপি শরফুদ্দিন এবং থানার ওসি কামালউদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকেরা। গতকাল শনিবার সন্ধ্যায় ফতুল্লা মডেল থানায় হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় এ সকল আলোচনা অনুষ্ঠিত হয়।
ওসি কামালউদ্দিনের সভাপতিত্বে প্রদান াতিথি হিসাবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ফতুল্লা মডেল থানার এএসপি শরফুদ্দিন,নারায়নগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক সুজন কুমার সাহা,নারায়নগঞ্জ জেলা হিন্দু সমাজ সংস্কার কমিটির সবাপতি কমলেশ সাহা,ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি হাজী সৈয়দ ওবায়েদউল্লাহ, সাধারন সম্পাদক আনিসুজ্জামান অনু,সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার মন্ডল, সাধারন সম্পাদক রঞ্জিত মন্ডল,ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রনজিত মোদকসহ বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। এ সময় ওসি কামালউদ্দিন জানান, ফতুল্লা থানায় অনুষ্ঠিতব্য ২৫ টি পূজা মন্ডপের মধ্যে ৪টি অতি গুরুত্বপূর্ণ,১৫টি গুরুত্বপূর্ণ এবং ৬টি সাধারন পূজা মন্ডপ হিসাবে চিহ্নিত করা হলেও প্রতিটি পুজা মন্ডপে সার্বক্ষনিক নজর রাখা হবে। যেকোন সমস্যা সমাধানে ফতুল্লা মডেল থানার প্রতিটি সদস্য প্রস্তুত রয়েছে।