বিজয় বার্তা ২৪ ডট কম
১৫ আগস্ট জাতিয় শোক দিবস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ শাহাদাৎ বার্ষিকী ও ১২ আগস্ট সাংসদ শামীম ওসমানের শোক র্যালী সফল করতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাফায়েত আলম সানি নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন।
বৃহষ্পতিবার সকালে শহরের ডিআইটস্থ আওয়ামীলীগের কার্যালয়ে জেলা ছাত্রলীগের প্রস্তুতিমূলক সভায় তিনি এই আহ্বান জানান।
জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহ সভাপতি মিনহাজুল ইসলাম রিয়াদ, এড. আলী আকবর, আরীফ হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম রঞ্জু, আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নু, পরশ আহমেদ সানি, প্রচার সম্পাদক মিজানুর রহমান সজিব, গন্ত্রাগার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইস্তিয়াক আল কাফি, দপ্তর সম্পাদক নাজিম মৃধা, কর্মবাস্তবায়ন বিষয়ক সম্পাদক মনির হোসেন, অ্যাপায়ন বিষয়ক সম্পাদক ইব্রাহিম হোসেন, শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক সজীব রায় অভি, সোনারগাঁ থানা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, সাধারণ সম্পাদক রাসেল, ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা মো. ফাহিম, সৈয়দ মোস্তাক আহমেদ হাসিব, সৈয়দ রনি, টিপু, বন্দন থানা ছাত্রলীগ নেতা মাইনু, সদর ও রূপগঞ্জ থানা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানী এই সময়ে নেতাকর্মীদের ১২ আগস্ট শোক র্যালী সফল করার লক্ষ্যে জেলা ও থানা পর্যায়ে নেতাকর্মীদের বিভিন্ন দিক নিদের্শনা দেন। তিনি জানান, ১২ আগস্ট শোক র্যালীর দিন চাষাঢ়া হতে জেলা ছাত্রলীগের নেতৃত্বে সকল থানা পর্যায়ে নেতার্কর্মীরা একত্রিত হয়ে সমাবেশে অংশগ্রহন করবে। বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান এর ডাকে সাড়া দিয়ে নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানান তিনি। এছাড়া ১৫ আগস্ট জাতিয় শোক দিবস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে জেলা ছাত্রলীগের প্রতিটি ইউনিটে আলোচন সভা, দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করতে নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেন।