এমপি শামীম ওসমানের শতকোটি টাকার উন্নয়ন থেকে ছিটকে পড়া
ফতুল্লা পাইলট স্কুলের সড়কের বেহালদশায় শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে
নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
শত কোটির টাকার উন্নয়ন কার্যক্রম চালু থাকলেও ফতুল্লা পাইলট স্কুল সংলগ্ন সড়কের সংস্কার প্রকল্পটি আলোর মুখ দেখছে না। ফলে ফতুল্লা পাইলট স্কুল,সেহাচর প্রাইমারী স্কুলের কয়েকহাজার শিক্ষার্থী ও মসজিদের মুসল্লীসহ স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ যেন আর শেষ হচ্ছে না। কয়েকবার উক্ত সড়কের ব্যাপারে স্থানীয় এমপি শামীম ওসমান অঙ্গীকার করলেও রহস্যজনক কারনে বছর পেরোলেও সড়কটির মেরামতের উদ্যোগ নিচ্ছে না কোন সংস্থা। এ নিয়ে জনমনে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।
জানা যায়,ফতুল্লা রেলস্টেশন সড়কের হক স্টীল থেকে শুরু করে ফতুল্লা পাইলট স্কুলের প্রধান ফটক পর্যন্ত সড়কটি দীর্ঘদিন যাবত চলাচল অযোগ্য হয়ে পড়ে আছে। সড়কের পাশের ড্রেন উপচে সারাবছরই ময়লা পানিতে সয়লাব হয়ে থাকায় স্কুলের যাতায়াতকারী হাজারো শিক্ষার্থীর ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। আর বর্ষা এলে সেই দুর্ভোগ আরো ভয়াবহ আকার ধারন করায় এ সড়কে চলাচল করা অসম্ভব হয়ে পড়ে।
এলাকাবাসীর অভিযোগ, এ ব্যাপারে স্থানীয় এমপি শামীম ওসমানসহ স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ধর্না দেয়া হলেও কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না। অথচ আশপাশ এলাকায় শত কোটি টাকার উন্নয়ন কাজ চললেও উক্ত সড়কের সংস্কার কাজের প্রকল্পটি বাস্তবায়নে কোন সংস্থাই আগ্রহ দেখাচ্ছে না।
এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা ফরিদ আহমেদ লিটন জানান,এ সড়কটি সংস্কারের জন্যে এমপি সাহেব কয়েকদফা নির্দেশ দিলেও রহস্যজনক কারনে বাস্তবায়িত হচ্ছে না। এ ব্যাপারে এমপি সাহেব বরাবরে অভিযোগ জানিয়েছি।
উক্ত সড়কের মেরামতের ব্যাপারে ইতিমধ্যে জেলা পরিষদের প্রকৌশলী ও এলজিইডি দপ্তরে যোগাযোগ করা হলেও কারো কাছ থেকে সদুত্তর পাওয়া যায়নি। তবে সড়কটি জরুরী ভিত্তিতে মেরামতের জন্যে এমপি শামীম ওসমানসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতি জোর দাবী জানিয়েছে ফতুল্লা পাইলট স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দসহ শিক্ষার্থীরা।