বিজয় বার্তা ২৪ ডট কম
শামীম ওসমান আপনাককে একদিন আসামীর কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে করেছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এড. মাহাবুবুর রহমান মাসুম।
বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচারহীনতার সাড়ে ৯বছর উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আলোক প্রজ্বালন কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন।
মাসুম আরো বলেন, আজকে সোনারগাঁতে শামীম ওসমান আপনি বলেছেন সুশীল সমাজের ব্যাপারে অবস্থান স্পষ্ট করতে হবে। কেন ভাই? রাজাকার শাহ আজিজকে তো আমরা তোলারাম কলেজে ঢুকতে দিইনি। আমরা তোলারাম কলেজকে সরকারিকরণের দাবিতে জিয়াউর রহমানের গাড়ি ঘেরাও করে গাড়ির নিচে শুয়েছিলাম৷ যাত্রীদের বাস ভাড়া কমানোর দাবিতে, রেলওয়ের জায়গা যখন অবৈধভাবে দখলের চেষ্টা করা হয় তখনই সুশীল সমাজ জেগে ওঠে। আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই৷ শামীম ওসমান আপনার আমাদের নিয়ে এত মাথাব্যথা কেন? আপনি ত্বকীকে হত্যার নির্দেশ দিয়েছেন, আপনার পরিবারের সদস্যেরা, আপনার ক্যাডারেরা ত্বকীকে হত্যা করেছে। এটাই সত্য, এটাই বাস্তবতা। আর এই বাস্তবতাকে মেনে নিয়ে আপনাকে একদিন আসামীর কাঠগড়ায় দাঁড়াতে হবে। এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো ভুল নাই। ইতিহাস কাউকে ক্ষমা করে না। কয়দিন আগে আপনি শামীম ওসমান নারায়ণগঞ্জে বিশাল জনসভা করেছেন মাথাপিছু তিনশো টাকা করে দিয়ে। সেই মুহুর্তে জনসভা করলেন, যেই মুহুর্তে নারায়ণগঞ্জে নতুন এসপি, পুলিশ প্রশাসক এলেন৷ ডিসি, এসপি এলেই আপনার ওই মহড়ার একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। কেন হয়ে দাঁড়ায়? একে তে তো একটা তকমা নিয়েছেন জাতীয় সংসদ সদস্য৷ তারপরে ওই ডিসি, এসপি কথা শুনতে চায় না দেখেন নাই হারুন এসপির সময়ে আপনার মতো ব্যক্তিত্বহীন লোক ওই এসপির অফিসে গিয়েছেন একজন আসামিকে ছাড়ানোর জন্য, তাও আপনি ফেইল করেছেন৷
মাসুম আরো বলেন, আপনি বিভিন্ন সভা সমাবেশে নানান কথা বলেন৷ একটা টিভি চ্যানেলকে দিয়ে ত্বকী হত্যার বিষয়ে একটা প্রতিবেদন করিয়েছেন৷ এখন কেন? আমরা বিচার চাই, আপনিও বিচার চান৷ আপনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, আপনার নির্দেশে ঘটেছে। পুলিশ বলেছে, আমরা বলি না। র্যাব বলেছে। সমস্ত গণমাধ্যমকর্মীকে ডেকে নিয়ে বলেছে কিলিং মিশনে ১১জন ছিল৷ ত্বকীকে হত্যা করা হয়েছে, চার্জশীট রেডি, কোর্টে জমা হবে, কিন্তু ওই সময়ে মাননীয় প্রধানমন্ত্রী বললেন তিনি ওসমান পরিবারের পক্ষে আছেন৷ আপনি ওসমান পরিবারের পক্ষে থাকেন, আপত্তি নাই৷ কিন্তু আপনি হত্যাকারীর পক্ষে থাকতে পারেন না৷ ত্বকী হত্যার বিচার হবেই, আমরা করেই ছাড়বো৷
তিনি আরো বলেন, শামীম ওসমান লাফালাফি বেশি কইরেন না৷ অনেক আগেই বলেছি আপনার সময় শেষ৷ এখন লন্ডন গিয়ে বসে আছেন ফতুল্লা ডুবছে, আপনার কোনো কাজ নাই। ত্বকী হত্যার চার্জশীট বন্ধ হয়ে আছে। কেন? র্যাব ১১ এর অধিনায়ক আপনাকে বলতে হবে এটা৷ র্যাবের ডিজি আপনাকেও বলতে হবে৷ যদি তদন্ত করে কিছু না পান আপনি ফাইনাল রিপোর্ট দেন, আমরা দেখবো৷ আর যদি জিয়াউল হকের চার্জশীট আদালতে যাওয়ার মতো হয়ে থাকে তাহলে তা আদালতে জমা দিন৷
তিনি আরো বলেন, রাজনীতি করি আমরা? আমরা কি সরকারের বিরুদ্ধে কথা বলি? আমাদের তো একটাই কথা। আমাদের সন্তান ত্বকী হত্যার বিচার চাই৷ এখানে যারা দাঁড়িয়ে আছেন, সবাই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন। মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হয়ে নিজ নিজ রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন করে। যাই হোক, আমাদের আন্দোলন স্পষ্ট৷ সরকার পতনের জন্য আমাদের আন্দোলন না। আইনের শাসনকে প্রতিষ্ঠা করার জন্যই আন্দোলন। আমার ভাই, আমার সন্তান খুন হবে, তার বিচার হবে৷ আমরা আইনের শাসন চাই, হত্যাকারীকে বিচারের কাঠগড়ায় দেখতে চাই৷