নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বিকেমইএ’র সাবেক সহ-সভাপতি শহীদ শাব্বির আলম খন্দকারের জৈষ্ঠ্য কন্যা ফাতেমাতুজ জোহরা খন্দকার শবনব সম্প্রতি বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রকাশিত আইনজীবি সনদ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবি হিসাবে সনদ পেয়ে নারায়নগন্জ্ঞ জেলা জজ আদালতে যোগ দিয়েছেন।
শবনম খন্দকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভারসিটি থেকে এলএলবি অর্নাস ও এলএলএম পরীক্ষায় কৃতিত্তের সাথে উত্তীর্ন হন।
উল্লেখ্য যে,শহীদ শাব্বির আলম খন্দকার ২০০৩ সালে যখন সন্ত্রীদের গুলিতে নিহত হন তখন শবনম ৫ম শ্রেনীতে অধ্যয়নরত ছিল।
শবনম খন্দকারের বড় চাচা এড.তৈমূর আলম খন্দকার ও ছোট চাচা মাকছুদুল আলম খন্দকার খোরশেদ এড.শবনম খন্দকারের জন্য নাঃগন্জ্ঞবাসীর দোয়া কামনা করেছেন।