নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
“আনন্দ উচ্ছ্বাস ও ভালোবাসায় সিক্ত হোক আজকের এই প্রয়াস”- এই অনুভুতি আর শ্লোগানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় শেখ ফজলুল হক মনি‘র হাতে গড়াঁ ঐতিহ্যবাহী জাতীয় শিশু-কিশোর সংগঠন শাপলা কুঁড়ির আসর ফতুল্লা শাখার পুনর্মিলনী। পুনর্মিলনী তো নয় যেন এক ঝাক বুড়ো খোঁকা-খুকীর মিলনমেলা। যা এক লেখকের ভাষায় ছিল,“বার্ধক্যের উর্দীর নীচে উদাত্ত যৌবন” । এ উপলক্ষে “স্মৃতিতে শাপলা কুড়িঁ” চমৎকার এক ম্যাগাজিনও প্রকাশিত হয়। এতে সংগঠনের পুরানো দিনের বিভিন্ন অনুষ্ঠানের ছবির বিশাল এ্যালবাম ছাপানোর মাধ্যমে অনুষ্ঠানকে আরো প্রানবন্ত করে তোলে।
গত ১৩ মার্চ শুক্তবার সকাল ১১ টায় ফতুল্লার সাহারা সিটি কমিউনিটি সেন্টারে সমস্বরে জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তলনের মাধ্যমে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় যগ্ম সম্পাদক আনিসুজ্জামান অনু,নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আশিক আহমেদ ও ফতুল্লা শাখার উপদেষ্টা মোশারফ হোসেন ও মাহবুব ভাইসহ সদস্যবৃন্দ।
উদ্বোধনের পরপরই শুরু হয় অনেক দিন পর আসা সকল সদস্যদের আবেগে বন্দী স্মৃতিচারনের ডালা মেলে ধরার পর্ব। কেউ ২০ বছর কেউ ২৫ বছর পরে সংগঠনের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাদের পিছনে ফেলে আসা আনন্দময় দিন গুলোর কথা বর্ননা করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ে। যারা এই সংগঠনে একসময় শিশু ছিলো তারা আজকে নিজেদের শিশু সন্তানদের নিয়ে পুনর্মিলনীতে যোগ দিয়ে পরিবেশকে আরো প্রানোচ্ছল করে তোলে। সুদুর আমেরিকা থেকে ছুটে আসা শাপালা কুড়ির আসরের সদস্য মতিউর রহমান জুয়েলসহ বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিত্ব,সমাজসেবক,এলাকার গণ্যমান্য ব্যাক্তিসহ ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপনের উপস্থিতে অনুষ্ঠান আরো প্রানবন্ত হয়ে উঠে।
অনুষ্ঠানে সবচেয়ে বড়ো আকর্ষন ছিলো ক্লোজআপ ওয়ানের তারকা সিথীর গান ও শিষ বাজানো। এ ছাড়া সংগঠনের সদস্য শিল্পি রুনার কন্ঠের হিন্দি ও ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’ জনপ্রিয় গান, কোকিল কন্ঠি সোনিয়া-সেন্টু দম্পত্তির কন্ঠে ‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’ বাংলা সিনেমার আলোচিত গান , আলমগীরের কন্ঠে সেই বিখ্যাত মাংের এক ধার দুধের দাম,কাটিয়া গায়ের চা‘ম পাপোস বানাইলেও শোধ হবে না গানগুলো বুড়ো খোকাদের পাশাপাশি তাদের সন্তানদের আনন্দে মাতিয়ে তোলে। এ ছাড়াও তোড়া, মাসুম ও শিশু শিল্পি সিনথিয়া, অব্রি, মহিমার, রুকু, সানিয়া, মমতার গানে মুগ্ধ হয় উপস্থিত সকলে। শিশু সংগঠক মতিনুল ইসলামের সঞ্চালনায় উপস্থিতদের মধ্যে বক্তব্য রাখেন লেখক ও সাংবাদিক যাযাবর স্বপন, কেন্দ্রীয় সাহিত্য বিষয়ক সম্পাদক ও বর্তমানে চ্যানেল আই টিভির সাংবাদিক যাযাবর মিন্টু, ফতুল্লা শাখার সাবেক সভাপতি মাহবুবুর রহমান,মো.সেলিম মুন্সি, সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার, বর্তমান সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রানা, আইএফআইসি ব্যাংকের পাবলিক রিলেসন্স অফিসার শামীমসহ বেলী, দিপু,মুকুল,রুবেল, অপু, বঙ্কিম, শুভ,জালাল, অলি। উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সুমি, লুবনা, যুথি, সুলতানা, লিপি, কুমু, জাহিদ, রুবেল, শিমুল,পাপড়ি, বেলী, রুনা, দিনা,সাথী,মুনমুন,লুবনা,আসমা,জহির,শায়লা,আমিন স্যার,লাইজু,ডাঃ বিভা, নাজমা, এডঃ মাসুম,মঞ্জুরুল ইসলাম মানিক,মাহফুজুল ইসলাম মল্লিকসহ আরো সদস্যবৃন্দ।