বিজয় বার্তা ২৪ ডট কম
সকলের সহযোগীতায় ৫ দিন ব্যাপী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দূর্গা পূজা শান্তিপূর্নভাবে পালিত হওয়ায় মহানগর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
বুধবার সংগঠনের পক্ষ থেকে মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা ও সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন এই ধন্যবাদ জানান।
এসময় তারা বলেন, “ধর্ম যার যার উৎসব সবার” এই কথাটি নারায়ণগঞ্জবাসী শান্তিপূর্নভাবে দূর্গা পূজা উদযাপনের মধ্য দিয়ে আরেকবার প্রমান করলো। আমাদের দূর্গা পূজা পালনে সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে সহযোগীতা করেছেন। বিশেষ করে এমপি সেলিম ওসমান, এমপি শামীম ওসমান, জেলা প্রশাসক রাব্বী মিয়া, পুলিশ সুপার মঈনুল হক, সকল প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃৃন্দ. সকল ধর্মের মানুষ সহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ শান্তিপূর্ন দূর্গা পূজা উদযাপনে বিশেষ ভূমিকা পালন করেছেন। মহানগর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী বছর যাতে এই বছরের ন্যায় শান্তিপূর্ন দূগা পূজা উদযাপন করতে পাড়ি সেজন্য সকলের সহযোগীতা কামনা করছি।