বিনোদনডেস্ক,বিজয় বার্তা ২৪
পরিচালক কালাম কায়সার বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের সফল জুটি শাকিব – অপুকে নিয়ে নির্মাণ করছেন সিনেমা ‘মা’। পদ্ম কানন কথাচিত্র প্রযোজনা করছে সিনেমাটি। এতে মায়ের ভূমিকায় দেখা যাবে আনোয়ারা এবং আফরোজা বানুকে।
সিনেমা প্রসঙ্গে আনোয়ারা বলেন ‘কালাম কায়সারের কাজ অনেক ভাল হয়। আমি এই সিনেমায় শাকিবের মা এর ভূমিকায় অভিনয় করছি, মায়ের ভূমিকায় আমি অনেক চলচ্চিত্রে কাজ করেছি এই ছবিতে আমার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যা দর্শকরা হলে গিয়ে দেখতে পাবেন। ছবিটি অনেক ভাল হবে বলে আমার বিশ্বাস।’
‘মা’ সিনেমার কাহিনী লিখেছেন পরিচালক নিজেই।
সিনেমা প্রসঙ্গে পরিচালক কালাম কায়সার বলেন ‘আমার এই ছবিটির গল্প মা কে কেন্দ্র করেই।
‘মা’ সিনেমায়র গানগুলোতে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল, মনির খান, ডলি সায়ন্তনি, প্রতিক হাসান, মৌটুসী, লিহাত লেমিস।
‘মা’ সিনেমার চিত্রগ্রাহক হিসেবে থাকছেন আসাদুজ্জামান মজনু এবং সঙ্গীত পরিচালনা করছেন ফিরোজ প্লাবন। সিনেমাটিতে আরো অভিনয় করছেন নবাগত তানিয়া রিতু, মিজু আহমেদ, কমল পাটেকার, বাদল, সিমান্তসহ অনেকে।