বিজয় বার্তা ২৪ ডট কম
শহীদ মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের ৪৬ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার ( ৯ ডিসেম্বর ) সকাল ১০ টার দিকে শহীদ মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শহীদ মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম স্মৃতি সংসদ ও এলাকাবাসীর আয়োজনে এই সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
শহীদ মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম স্মৃতি সংসদের চেয়ারম্যান মোঃ হাফিজ আহমদ’র সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গজারিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, প্রধান বক্তা বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ, বিশেষ অতিথি যুদ্ধকালীন কমান্ডার রফিকুল ইসলাম ( বীর প্রতীক ) , গজারিয়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজরুল ইসলাম সরকার, তানেছ উদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার তহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আতাউর রহমান, গজারিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা নূর জাহান বেগম, গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ফরিদা ইয়াসমিন, বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান, গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তালেব, গুয়াগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের মোঃ আলী খোকন, ইমানপুর ইউনিয়নের চেয়ারম্যান মনসুর আহমদ জিন্নাহ, বাউশিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মামুন প্রমুখ ।
এ সময় মরহুম শহীদ মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয় । পরে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়