নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ নগর বিএনপি ও শাহাদাৎবার্ষীকি উদ্যাপন কমিটির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ নগর বিএনপির সাধারণ সম্পাদক ও শাহাদাৎ বার্ষিকী উদ্যাপন কমিটির আহ্বায়ক এটিএম কামাল এবং বিএনপি নেতা ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান এর উদ্যোগে সোমবার (৩০ মে) সকাল ৭টায় নগরীর ডিআইটি রোডস্থ জেলা ও মহানগর বিএনপির প্রধান কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও তোবারক বিতরন করা হয়।
এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান, উজ্জল হোসেন, আবুল হাসান, নূর মোহাম্মদ, মঞ্জুরুল আলম মুসা, পারভেজ মল্লিক, আশিকুর রহমান আলি, শাহরিয়ার চৌধুরী ইমন, জিয়াউর রহমান জিয়া, মাকিদ মোস্তাকিম শিপলু, কঞ্চন আহমেদ, জাহিদ প্রধান, জনি আহমেদ, মোঃ মান্নান, মোঃ রাজ্জাক, মোঃ নুরুজ্জামান, আব্দুর রহমান, জমজম হোসেন প্রমুখ।
এরপর সকাল ৯টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন শ্রমিক দলের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মাহফিলে যোগ দেন ও তোবারক বিতরন করেন সাবেক এম.পি. অ্যাডভোকেট আবুল কালাম, নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, বিএনপি নেতা শাখাওয়াত হোসেন খান। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাহবুব উল্লাহ তপন, আবু আল ইউসুফ খান টিপু, আবুল কাউসার আশা, নজরুল ইসলাম, মামুন, বাদশাহ্, শহীদ প্রমুখ।
এটিএম কামাল জানান ৩০ মে সোমবার সকাল থেকে নগর বিএনপি, অঙ্গসংগঠন, সহযোগি সংগঠন এবং সমর্থকদের উদ্যোগে নারায়ণগঞ্জ মহানগরের ২৭টি ওয়ার্ডে ৩১ মে মঙ্গলবার পর্যন্ত শতাধিক স্থানে দোয়া মাহফিল ও তোবারক বিতরন করা হবে।
উল্লেখ্য গত ২১ মে এক সভায় নারায়ণগঞ্জ নগর বিএনপি ও শাহাদাৎ বার্ষিকী উদ্যাপন কমিটি ২৮মে হতে ৩১মে পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ৪ দিনের কর্মসূচী ঘোষনা করে।