বিজয় বার্তা ২৪ ডট কম
মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের সপ্তাহব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে আজ ৩ শে মে ১১নং ওয়ার্ড যুবদলের উদ্যেগে এম সার্কাস এলাকায় আলোচনা সভা,দোয়া ও দুঃস্থদের মধ্যে ইফতার বিতরন করা হয়েছে।
১১নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃলিমন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা,দোয়া ও দুঃস্থদের মধ্যে ইফতার বিতরন অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ,আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক রানা মুজিব,ইশলেউদ্দিন ইশা প্রমুখ।
শাক,পরিবারের য়র মৃত্যুতে আমরা একজন জাতীয়তাবাদী শক্তির অভিবাবক হারালাম।
প্রধান অথিতির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন শহীদ জিয়ার ঘোষনাই জাতিকে ঐক্যবদ্ধ করেছিল।এবং এর ধারাবাহিকতাই বাংলাদেশ স্বাধীন হয়েছিল।শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করেই ১৯ দফা বাস্তবায়নের জন্য আমাদেও সবাইকে ভেদাভেদ ভুলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাকশান পতনের আন্দোলন আরো বেগবান করতে হবে।
অঅলোচনা সভা শেষে শহীদ জিয়া ও স্বাধীনতা যুদ্ধে শহীদ এবং গনতন্ত্র পুনুরুদ্ধার আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা তাজুল ইসলাম। দোয়া শেষে দুঃস্থদের মধ্যে ইফতার বিতরন করা হয়।