নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
মহান স্বাধীনতার ঘোষক ,সফল রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৩৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়নগঞ্জ মহানগর যুবদলের ৩ দিন ব্যাপী কর্মসূচীর ২য় দিনে আজ সোমবার (৩০ মে ২০১৬) ব্যাপক কর্মসূচী পালন করেছে নারায়নগঞ্জ মহানগর যুবদলের ওর্য়াড ও ইউনিয়ন কমিটি সমূহ। সকাল থেকে কোরান খতম,দোয়া মাহফিল ও কাংগালী ভোজভাজের আয়োজন করা হয়।আগামীকাল ৩১ শে মে ৩য় দিনের কর্মসূচী পালনের মাধ্যমে শহীদ জিয়াউর রহমানের ৩৫ তম শাহাদাৎ বার্ষিকীর কর্মসূচী সমাপ্ত হবে।
নারায়নগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন ওর্য়াড যুবদল আয়োজিত প্রায় অর্ধশতাধিক দোয়া মাহফিল ও কাংগালী ভোজে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক ও ১৩ নং ওর্য়াড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ,যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন,রানা মুজিব,আক্তার হোসেন খোকন শাহ,জুয়েল প্রধান,জুয়েল রানা,সাগর প্রধান প্রমুখ।
দোয়া মাহফিল ও খাবার বিতরন অনুষ্ঠানে নারায়নগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক ও ১৩ নং ওর্য়াড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,শহীদ জিয়াই স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি।আওয়ামী লীগ ইতিহাস থেকে শহীদ জিয়ার অবদান মুছে ফেলার অপচেষ্টায় লিপ্ত।শহীদ জিয়া সাড়া বাংলায় মিশে আছে,তাই বাকশালীদেও কোন চেষ্টাই সফল হবে না।তিনি শহীদ জিয়া প্রবতিত গনতন্ত্রন ফিরিয়ে আনার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।