বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ শহরে এক হোসিয়ারি শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে শহরের ডিআইটি মার্কেটের পিছনের কলোনি থেকে সিয়াম (১৯) নামের ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই শ্রমিককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানিয়েছেন, নিহত সিয়াম ফতুল্লা থানার দেওভোগ লিচুবাগান এলাকার বাসিন্দা সোহেল মিয়ার ছেলে। সিয়াম শহরের উকিলপাড়া এলাকার আজিজুর রহমানের হোসিয়ারি শ্রমিক ছিলেন। সোমবার সকালে লোকজন সিয়ামের লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিবার জানিয়েছে, রোববার রাত ৯টায় কাজ শেষ করে হোসিয়ারি থেকে বের হন সিয়াম। এরপর আর বাসায় ফিরেননি। সোমবার সকালে পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন। পরে খবর পেয়ে কলোনির পেছনে পড়ে থাকা লাশ শনাক্ত করেন।