বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে রেলওয়ের জমি দখল করে গড়ে ওঠা ৯ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে কর্তপক্ষ।
বুধবার দুপুরে ঢাকা রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগের কর্মকর্তা নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
নজরুল ইসলাম জানান, রেল স্টেশনের পশ্চিম পাশে প্রায় তিন একর জমি দখল করে বাড়ি-সোকানসহ কয়েকশ স্থাপনা গড়ে উঠেছিলো। পাঁচ দিনব্যাপী অভিযানের প্রথম দিনে শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আর চারদিন অভিযান চলবে।