বিজয় বার্তা ২৪ ডট কম
জেলা প্রশাসনের উদ্যোগে শহরে ভ্রাম্যমান আদালতের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
বুধবার সকালে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
নগরীর চাষাড়ায় ভূতের বাড়ী রেষ্টুরেন্টকে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এ ৫০,০০০/- টাকা এবং সায়াম প্লাজায় অবস্থিত এলিগেন্স কসমেটিক্স শপ কে বিএসটিআই এর অনুমোদন বিহীন প্রসাধনী সামগ্রী রাখায় ১৫,০০০/- এবং সাইন বোর্ড এ অবস্থিত চৌরঙ্গী রেস্তোরাকে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করায় ২৫,০০০/- ও শাপলা গেস্ট হাউস কে লাইসেন্স বিহীন ব্যবসা কার্যক্রম পরিচালনা করায় ১৫,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
উক্ত ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তরিকুল ইসলাম এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব কামরুল হাসান মারুফ ও জনাব ফারজানা আক্তার প্রমূখ।