বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪টি বেকারীকে ভ্রাম্যমান আদালতে এক লাখ দশ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহষ্পতিবার সকালে শহরের পাইকপাড়া বড় কবরস্থান এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাবেরী রায় এবং জনাব তানিয়া তাবাচ্ছুমের নেতৃত্ব এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময় উক্ত এলাকায় কয়েকটি বেকারীতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন সময়ে বেকারীগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ এবং মানুষের শরীরের জন্য ক্ষতিকর উপাদান দিয়ে খাদ্যদ্রব্য প্রস্তুত করণ, বিএসটিই লাইসেন্স না থাকা এবং ট্রেড লাইসেন্স না থাকায়, খাদ্যদ্রব্যে ক্ষতিকর উপাদান মিশ্রন করায় বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩,৫২ ও ৫৩ ধারায় ৪টি বেকারী প্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে ১,১০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
উক্ত অভিযানে সহযোগী হিসেবে ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর স্যানিটারী ইন্সপেক্টর মোঃ শাহজাহান হালদার, বাংলাদেশ পুলিশ এবং আনসার ব্যাটেলিয়ন।