বিজয় বার্তা ২৪ ডট কম
বিভিন্ন অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ শাখার অভিযোনে ৪টি প্রতিষ্ঠানকে এক লক্ষ দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার সকালে সদর উপজেলার চাষাড়া, খানপুর ও কালিরবাজার এলাকায় উক্ত অধিদপ্তরের নারায়ণগঞ্জ শাখার সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং করা হয়েছে। এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথ ভাবে প্রদর্শনের জন্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়েছে।
এসময় সেলিুমজ্জামান জানান, ফ্রিজে পচাঁ বাসি খাবার এবং আগের দিনের ইফতারি সামগ্রী কাঁচা মাংসের সাথে সংরক্ষণের জন্য চাষাড়ায় অবস্থিত বৈশাখী রেস্তোরা কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পঞ্চাশ হাজার) টাকা, খানপুর এলাকায় অবস্থিত সুন্দরবন রেস্তোরাকে দশ হাজার টাকা ও দশ হাজার টাকা এবং কালির বাজার এলাকায় অবস্থিত মাউড়া রেস্টুরেন্ট অবৈধ প্রকৃয়ায় দধি তৈরী এবং দধির হাড়ির গায়ে মূল্য ও মেয়াদ না থাকার অপরাধে দশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও কালিরবাজার এলাকায় বিভিন্ন ফলের আড়ত পরিদর্শন করা হয়। পচাঁ ও নষ্ট খেজুর ভোক্তাকে সরবারহ করার জন্য মের্সাস মালেক বানিজ্যালয় কে ত্রিশ হাজার টাকা জরিমান আরোপ করা হয়। এবং অভিযোগকারীকে তাৎক্ষনিকভাবে ক্ষতিপূরণ হিসাবে সাত হাজার পাচঁশত টাকা প্রদান করা হয়। তরমুজ সহ অন্যান্য ফলের আড়তকে ক্রয় বিক্রেয়ের ক্ষেত্রে ভাউচার সংরক্ষণ ও যৌক্তিকভাকে বিক্রয়ের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
উক্ত অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারজান ইসলাম সোনিয়া, জেলা ক্যাব এর প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।