বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ নির্দেশনা মোতাবেক কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন ও করোনা সংক্রমণ প্রতিরোধের নিমিত্তে শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। আজ সকালে সদরের চাষাড়া, নারায়ণগঞ্জ ক্লাব মার্কেট, ২নং রেল গেইট, চেম্বার রোড, ফল পট্টি, লাঞ্চঘাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময়ে সরকারি নির্দেশনা অমান্য করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ছাড়াও অন্যান্য দোকানপাট খোলা রাখায় ও স্বাস্থ্যবিধি না মানায় কয়েকটি দোকানে জরিমানা করা হয় এবং বন্ধ করে দেওয়া হয়। কয়েকটি হোটেল ও চা দোকানে বসে খাওয়ানোর জন্য জরিমানা করা হয়। তাছাড়া, জেলা প্রশাসন এর পক্ষে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা মাসুমের নেতৃত্বে মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মানা ও অপ্রয়োজনে বাহিরে ঘোরাঘুরি না করার ব্যাপারে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে এবং মাস্ক বিতরণ করা হয়েছে। কালিবাজারে ভোক্তা অধিকারের সহকারী পরিচালককে সাথে নিয়ে মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য বাজার তদারকিসহ দুইটি দোকানে জরিমানা করা হয়। মোট ১১ টি মামলায় ৪,৮০০ টাকা জরিমানা করা হয়।