বিজয় বার্তা ২৪ ডট কম
শহরে নির্মাণ হওয়া নতুন ভবনটি তোলারাম কলেজের ছাত্রবাসের জন্য বরাদ্দ দিতে আইনমন্ত্রীর কাছে দাবী রেখেছেন সংসদ সদস্য শামীম ওসমান।
রোববার ৩০ অক্টোবর বিকেলে নারায়ণগঞ্জের আইনজীবী নেতৃবৃন্দ এবং স্থানীয় ৪ জন সংসদ সদস্যের সাথে আইনমন্ত্রীর দীর্ঘ আলোচনার সময় তিনি এ আহ্বান জানান।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান তার বক্তব্যে বলেন, আইনমন্ত্রীর কাছে জুডিশিয়াল আদালতের ব্যাপারে যখন উপস্থাপন করে ছিলাম তখন উনি আমাকে বলে ছিলেন দেখছি। কিন্তু উনি লোক পাঠিয়ে খোঁজ খবর নিয়েছেন এবং আজকে নিজে এসে দেখে সমস্যার সমাধান দিয়ে গেছেন। আপনারা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী এবং আইনমন্ত্রীর জন্য দোয়া করবেন। বর্তমান সরকার জনগনকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য কাজ করছেন। সেবার মাধ্যমে জনগনকে খুশি করতে পারলেই আল্লাহ খুশি করা হয়। সেই সাথে তিনি জেলা আইনজীবী সমিতির ভবনের আধুনিকায়ন করতে নিজে সহ অন্যান্য সংসদ সদস্যরাও সহযোগীতা করবেন বলে আশ্বাস দেন।
এদিকে আইনমন্ত্রীর বক্তব্য শেষে নারায়ণগঞ্জ শহরে নির্মাণ হওয়ার ভবনটি সরকারী তোলারাম কলেজের ছাত্রাবাসের জন্য বরাদ্দ চেয়ে শামীম ওসমান আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে বলেন, সরকারী তোলারাম কলেজে প্রায় ১৬ হাজার শিক্ষার্থী রয়েছে। ওই কলেজের একটি ছাত্রাবাস রয়েছে যা এখন পানির নিচে রয়েছে। শহরে নির্মাণ হওয়ার জুডিশিয়াল আদালতের জন্য নির্মাণ হওয়া ভবনটি তোলারাম কলেজের ছাত্রাবাসের জন্য তিনি মন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন। যার পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী ভবন তোলারাম কলেজের ছাত্রাবাসের জন্য বরাদ্দ চেয়ে লিখিতভাবে আবেদন করতে সংসদ সদস্য শামীম ওসমানকে অনুরোধ করেন।