স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
আগামীকাল শনিবার সকাল থেকে সিলেট জেলা পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা সড়ক পরিবহণও শ্রমিক ইউনিয়ন।
শনিবার ভোর ৬টা থেকে এ ধর্মঘট শুরু হবে। সিলেট জেলা সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক এ তথ্য নিশ্চিত করেছেন।
সেলিম আহমদ জানান, সিলেট জেলার বিভিন্ন সড়ক মেরামত, পুলিশি হয়রানী, অতিরিক্ত টোল আদায়, টার্মিনাল সংস্কার, সিলেট সিটি করপোরেশনের স্ট্যান্ড উচ্ছেদ অভিযান ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার (১ জুন) বিকালে সিলেট কোর্ট পয়েন্ট থেকে স্ট্যান্ড উচ্ছেদে অভিযান চালায় সিলেট সিটি করপোরেশন সিসিক। এ সময় বুলডোজার দিয়ে দুটি লেগুনা ভেঙে ট্রাকে করে নিযে যায় সিসিকের অভিযানিক দল। এ ঘটনায় তাৎক্ষণিক রাস্তা অবরোধ কর্মসূচি পালন করে গাড়ির ক্ষতিপূরণ ও স্ট্যান্ড পুনর্বহালে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয় পরিবহণ শ্রমিকরা। তাদের দেয়া সময়সীমা পার হয়ে যাওয়া শনিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।