নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে লাঙ্গলের সমর্থন করায় অতর্কিত হামলা চালিয়ে বাড়ি-ঘর ও দোকান-পাট ভাংচুর ও লুটপাট চালিয়েছে তৈমুর পন্থী কথিত যুবদল নেতা শিপন ও তার সাঙ্গ-পাঙ্গরা। এতে মহলাসহ কমপক্ষে ৬জন আহত হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। শনিবার সন্ধায় থানার কলাগাছিয়া চর ধলেশ্বরী এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। আহতের পারিবারিক সূত্র জানায়,সম্প্রতি কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চর ধলেশ্বরী এলাকার বাক্কা মিয়ার ছেলে সজিব লাঙ্গল প্রতীকধারী প্রার্থী দেলোয়ার হোসেন প্রধাণের পক্ষে কাজ করে। বিষয়টি জানতে পেরে পার্শ্ববর্তী আলীসাহারদী এলাকার তৈমুর পন্থী কথিত যুব দল নেতা শিপন তাকে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য চাপ দিয়ে আসছিল। এতে রাজী না হওয়ায় শনিবার সন্ধায় ধানের শীষে প্রার্থী পরাজিত হওয়ার জে ধরে যুবদল নেতা শিপন তার সাঙ্গ-পাঙ্গদের নিয়ে চ ধলেশ্বরী এলাকার চটপটি বিক্রেতা বাক্কা মিয়ার বাড়ি ও দোকানে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা বাক্কা মিয়ার বাড়ির আলমিরাতে রক্ষিত নগদ ৫০ হাজার টাকা ও আড়াইভরি স্বর্ণালংকার লুটে নেয়। পরে দোকানেও ভাংচুর তান্ডব চালায়। যাওয়ার সময় উল্লেখিতরা একই অভিযোগে ওই এলাকার সাজ্জাদদের বাড়িতে হামলা চালিয়ে তছনছ করে। এ সময় হামলকারীরা সাজ্জাদের মা শাহিদা বেগমসহ আরো কয়েকজনকে বেদম প্রহার করে। পরে ঘরের ভিতরে ঢুকে আলমিরাতে রক্ষিত নগদ লক্ষাকি টাকা লুটে নেয়। এ ঘটনায় থানায় মামলা প্রস্তুতি চলছে।