বিজয় বার্তা ২৪ ডট কম
নারাযয়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই বলেছেন, আগামী নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি আসনে আমরা নৌকার প্রার্থী চাই। আমরা লাঙ্গল চাই না। দল যাকে যোগ্য মনে করে নৌকার দায়িত্ব দেওয়া হোক কেন আমরা ঐক্যবদ্ধ হয়ে নৌকার জন্য কাজ করব।
শনিবার বিকেল ৫ টার দিকে নারায়ণগঞ্জ জেলা জাতীয় যুব শ্রমিকলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ আওয়ামী লীগ আমরা অনেক শক্তিশালী তাই আমরা পাঁচটি আসনের দাবি করছি। আমাদের অনেকেই লাঙ্গল চায়। লাঙ্গলের জন্য আমাদের কর্মীরা নৌকার কথা ভুলে যাচ্ছে। লজ্জার কথা সোনারগাঁও অনেক আওয়ামীলীগ নেতাকর্মীরা নৌকা ছেড়ে জাতীয় পার্টিতে যোগদান করেছে।
তিনি আরো বলেন, ৬৯ গনঅভ্যুথানের সময় আগরতলা ষড়যন্ত্র মামলায় এই শ্রমিকদের সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করি। পরে ১৯৬৯ সালের ১২ ই অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় শ্রমিক লীগ গঠন করে। অতীতে জাতীয় শ্রমিক লীগের সভাপতি ছিল আমাদের নারায়ণগঞ্জের আব্দুল মতিন মাস্টার ও বর্তমানে শুক্কুর মাহমুদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নারায়ণগঞ্জের মানুষের ঠিকই মূল্যায়ন করেন কিন্তু আমাদের নিজেদের ভিতরে কাঁদা ছোড়াছুড়ির কারনে আমরা তাকে কিছুই দিতে পারিনি।
তিনি আরো বলেন, আমাদের দেশে সতের কোটি মানুষ আর ৩৪ কোটি হাত যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে অবশ্যই আমরা ২০৪১ সালের আগেই বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত হবে। যদি আমরা ন্যায়নীতির সাথে কাজ করি তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করা সম্ভব।
জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি শুক্কুর মাহমুদ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর এদেশের শ্রমজীবি মানুষের ভাগ্যের পরিবর্তন করেছে । তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার রাস্তা ঘাট, ব্রীজ কালভার্ট, স্কুল কলেজ মাদ্রাসা তৈরি করেছে। এদেশের মানুষের মৌলিক চাহিদা খাদ্য চিকিৎসা বস্ত্র ও বাসস্থানের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। কিন্তু বিএনপির নেত্রী বিদেশী ষড়যন্ত্রের মাধ্যমে এদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। খালেদা ও তার ছেলে আমাদের আদমজী ইপিজেড বন্ধ করে দিয়েছিল। ত্রিশ হাজার শ্রমিকের কর্মসংস্থানকে ধ্বংস করে দেয়। আর ইপিজেডের মেশিনারিজ বিক্রি করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে। তিনি আরো বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে । তার জন্য আগামী নির্বাচনে নারায়ণগঞ্জের ৫ টি আসনেই আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।
নারায়ণগঞ্জ জেলা যুব শ্রমিকলীগের আহ্বায়ক ইঞ্জিনিয়ার একেএম ওবায়দুল হক আরিফ’র সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ মোক্তার হোসেন’র সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন আহম্মেদ বাবুল, মহানগর জাতীয় শ্রমিক লীগের সভাপতি কাজিম উদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না, জাতীয় যুব শ্রমিক লীগের আহ্বায়ক আবদুল হালিম, জেলা মহিলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি খোদেজা খানম নাসরিন, বন্দর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোজাম্মেল হক প্রমুখ।
সম্মেলন শেষে ইঞ্জিনিয়ার একেএম ওবায়দুল হক আরিফকে সভাপতি ও সৈয়দ মোক্তার হোসেন সাধারণ সম্পাদক করে ২০ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা জাতীয় যুব শ্রমিকলীগের কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় জাতীয় শ্রমিক লীগ।