বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে মহাতীর্থ লাঙ্গলবন্দে আজ শুক্রবার আষাঢ়ী পূর্নিমা স্নানযাত্রা উৎসব শুরু হবে। প্রতিবারের ন্যায় মহামায়া সেবাশ্রমের
উদ্যোগে দিনব্যাপী ভক্তসেবা, ভক্তিমূলক গান ও শুভাষ্ঠানিকা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মহামায়া সেবাশ্রমের সদস্য অরুণ দাস জানান, তিলক যাত্রী নিবাস (মহাত্মা গান্ধী শশ্মান ঘাটে) সূর্য উদয় হতে সূর্যাস্ত পর্যন্ত আষাঢ়ী পূর্ণিমা স্নানের সমাপ্তি ঘটবে। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে বন্দর থানা পুলিশ ও স্থানীয় বিভিন্ন ধর্মীয় সংগঠনগুলো সহযোগিতা করবে। মহাতীর্থ লাঙ্গলবন্দের অষ্টমী স্নানের পর আষাঢ়ী পূর্ণিমা স্নান। দেশের বিভিন্ন জেলা থেকে শত শত ভক্তবৃন্দের সমাগম ঘটে এই পূর্ণ স্নান উৎসবে।