নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
আগামি ১৪ এপ্রিল অনুষ্ঠিত হবে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব লাঙ্গলবন্দের ¯œান। ¯œান উৎসব উপলক্ষে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদ পারের তিনকিলোমিটার এলাকাজুড়ে পুণ্যার্থীদের সমাবেশ ঘটবে।
এ উপলক্ষে বুধবার( ১৬ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের (শহর-বন্দর) সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মেরাজ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক গাউছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া, এফবিসিসিআইয়ের পরিচালক প্রবীর কুমার সাহা, লাঙ্গলবন্দ ¯œান উদযাপন পরিষদের সভাপতি পরিতোষ কান্তি সাহা, সাধারণ সম্পাদক বাসুদেব চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার সাহা, সাধারণ সম্পাদক সুজন কুমার সাহা, মহানগরের সাধারণ সম্পাদক শিপন সরকার, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি গোপীনাথ দাস, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, মহানগরের সভাপতি লিটন কুমার পাল, সদর উপজেলার সভাপতি রঞ্জিত ম-ল, সোনারগাঁয়ের সভাপতি লোকনাথ দত্ত, বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা মিনারা নাজমীন প্রমুখ।
সভায় জেলা প্রশাসক বলেন, গতবারের দু:খজনক ঘটনার পর আমরা সকারের কাছে লাঙ্গলবন্দের উন্নয়নে ৩৫০ কোটি টাকার প্রকল্পের প্রস্তাব পাঠিয়েছিলাম। ক্রমান্বয়ে সেটি বাস্তবায়নের পর্যায়ে বর্তমানে সেখানে ১০৫ কোটি টাকার উন্নয়নের কাজ চলছে। এই কাজের মধ্যে রাস্তা প্রশস্তকরণ, সেতু নির্মাণ, নদ খননসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন। তিনি বলেন, এবছর যাতে ব্রহ্মপুত্র নদের পূর্বপাশেও পুণ্যার্থীরা ¯œান করতে পারেন সেজন্য নদ পার দিয়ে রাস্তা নির্মাণ প্রায় শেষ পর্যায়ে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া ¯œান উৎসব সুষ্ঠ ও শান্তিপূর্ণ করার লক্ষে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে তিনি ¯œান উৎসবের তিন কিলোমটিারে সিসি ক্যামেরা স্থাপন, ওয়াচ টাওয়ার নির্মাণসহ নানা পদক্ষেপের কথা বলেন।