বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় ৩ সন্তানের জননী ময়নার মৃত্যুর খবর প্রকাশিত হলে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কর্তৃক পরিদর্শন করে এর সত্যতা পেয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেয়। গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি পত্র উক্ত হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, নারায়ণগঞ্জ সিভির সার্জন কর্তৃক স্বাক্ষরিত সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় অবস্থিত এম হোসেন জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকের বরাবরে প্রেরিত পত্র নং- সিএসএনজে/হাস:/প্রা:ক্লি:/ল্যাব:/ ২০১৭/১৯৬৯, তাং- ২৮/০৫/১৭ এ ”সিদ্ধিরগঞ্জে ভুল চিকিৎসায় ৩ সন্তানের জননীর মৃত্যু” শিরোনামে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ ক্লিনিকে পরিদর্শন করে এতে কোন ডাক্তার ও নার্স পাওয়া যায়নি। তাছাড়া এ প্রতিষ্ঠানটি দীর্ঘদিন লাইসেন্স বিহীন কার্যক্রম পরিচালনা করছে। ১৯৮২ সালের দি মেডিক্যাল প্রাকটিস এন্ড প্রাইভেট ক্লিনিক এন্ড ল্যাবরেটরীজ (রেগুলেশন) অর্ডিন্যান্স লংঘিত হওয়ায় ক্লিনিকটি বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। উল্লেখ্য, গত ২৪ মে ৩ সন্তানের জননী ময়নার চিকিৎসা করতে গেলে ভুল চিকিৎসায় ময়নার মৃত্যু হয়। গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটি একটি বাড়ির নীচ তলা ভাড়া নিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছিল। ##