বিজয় বার্তা২৪ ডটকমঃ
লন্ডনে হামলাকারী তিনজনের মধ্যে দুই জনের নাম প্রকাশ করেছে পুলিশ। এদের একজন খুরাম বাট এবং অপরজন রাশিদ রিদোয়েন্স (৩০)। দুইজনই ইস্ট লন্ডনের বার্কিং এর বাসিন্দা। খুরামের বিষয়ে আগে থেকেই জানতো পুলিশ ও নিরাপত্তা সংস্থা এম১৫-এর কাছে। তবে এমন হামলার বিষয়ে কোন ধারণা ছিলো না।
লন্ডন পুলিশ জানায়, বাট পাকিস্তানী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। রিদোয়েন্স মরোক্কান-লিবিয়ান। তিনি রাশিদ এলখদার নামটিও ব্যবহার করতেন, যেখানে তার বয়স ছয় বছর কম দেখানো হতো।
এসিসট্যান্ট কমান্ডার মার্ক রওলি বলেন, তাদের সহযোগীদের পরিচয় নিশ্চিত করার জন্য তদন্ত চলছে। তিনি বলেন, বাটের বিরুদ্ধে একটি তদন্ত দুই বছর আগে থেকেই শুরু হয়েছিলো। কিন্তু এই ধরনের হামলার পরিকল্পনা বিষয়ে কোন গোয়েন্দা প্রতিবেদন ছিলো না।
তাদের সম্পর্কে আরও জানতে এবং তাদের যোগাযোগ বা তারা কারও আনুকূল্যে বা সহায়তা পেয়েলো কিনা সে বিষয়ে জানতে তদন্ত চলছে বলেও জানান রওলি।
স্থানীয় সময় শনিবার রাত ১০টার দিকে প্রথমে লন্ডন ব্রিজ ও পরে বরোহ্ মার্কেটে পথচারীদের ওপর কাভার্ড ভ্যান জাতীয় গাড়ি তুলে দিয়ে এবং পরে ছুরিকাঘাত করে তিন ব্যক্তি মোট ৭ জনকে হত্যা করে। ওই ঘটনায় আহত হয় কমপক্ষে আরও ৪৮ জন। তিন হামলাকারীই পুলিশের গুলিতে নিহত হন।
দেশটির সাস্থ্য বিষয়ক সংস্থা এনএইচএস ইংল্যান্ড জানায়, আহতদের ৩৬ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এদের ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক।নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে লন্ডনের মেয়র সাদিক খানের আহ্বানে পোটার্স ফিল্ড পার্কে হাজারো মানুষ সমবেত হয়েছিলেন। সেখানে নীরবে দাড়িয়ে থেকে এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এই বিশাল সমাগমকে ভয় ও ঘৃণার বিরুদ্ধে ঐক্যের অসাধারণ প্রদর্শন বলে উল্লেখ করেছেন বিবিসির জেনিফার মেইয়েরহান্স।
লন্ডন হামলার ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ৭ নারীসহ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, হামলার পর গ্রেফতার করা ৬ জন নারী ও ৪ জন পুরুষকে এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
হামলায় নিহতদের মধ্যে তিনজনের পরিচয় দিয়েছে বিবিসি। নিহতদের মধ্যে কানাডার নাগরিক ক্রিসি আর্চিবাল্ডকে (৩০) প্রথমে শনাক্ত করা হয়।
তার পরিবার জানায়, দ্রুতগতির ভ্যানের আঘাতে আহত হওয়ার পর তিনি তার বাগদত্তার কোলেই মৃত্যুবরণ করেন। এছাড়াও এক ফরাসি নাগরিকের মৃত্যুর খবরও নিশ্চিত করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী। ঘটস্থালে একটি মৃতদেহের পাশ থেকে জেমস ম্যাকমুলানের (৩২) ব্যাংক কার্ড পাওয়া যায়। লন্ডনের এই বাসিন্দাও নিহত হয়েছেন ধারণা করছে তার পরিবার।