বিজয় বার্তা২৪ ডটকমঃ
চাঁদপুরে মেঘনা নদীর মোহনায় ২০০৩ সালে এমভি নাসরিন-১ নামের একটি লঞ্চডুবির ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারকে ১৭ কোটি ১১ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার রায় বহাল রেখেছে হাইকোর্ট।
নিহতদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে এবং আহতদের এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে লঞ্চ মালিককে নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। ওই রায়ের বিরুদ্ধে জারি করা রুল খারিজ করে সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেয়।
ঢাকা থেকে ভোলা যাওয়ার পথে মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনায় ডুবে যায় এমভি নাসরিন-১ লঞ্চটি। দুর্ঘটনায় ১১০ জন নিহত ও ১৯৯ জন নিখোঁজ হন।