লক্ষ্মীপুর,বিজয় বার্তা ২৪
লক্ষ্মীপুরের রামগতিতে প্রায় ৭লাখ পিস গলদা চিংড়ি পোনা জব্দ করেছে কোস্টগার্ড। যার আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা।
বুধবার (৪ মে) রাতে রামগতির আলোকজান্ডার এলাকা থেকে চিংড়ি পোনা গুলো জব্দ করা হয়।
রামগতি কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মোকারম হোসেন বলেন, ৩০টি ড্রাম ভর্তি করে ৭লাখ পিস গলদা চিংড়ি পোনা ট্রাকে করে নেয়া হচ্ছিলো। খবর পেয়ে অভিযান চালিয়ে পোনাগুলো জব্দ করা হয়। তবে এসময় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত চিংড়ি পোনা মেঘনা নদীতে অবমুক্ত করা হবে বলেও জানান কমান্ডার।
প্রসঙ্গত, স্থানীয় মৌসুমী জেলেরা মেঘনা নদী থেকে অবৈধ মশারি জাল দিয়ে চিংড়ি পোনা নিধন করে। ওই সব পোনা চট্রগ্রাম, খুলনা, যশোর, বাগেরহাট ও সাতক্ষীরা থেকে আসা ব্যবসায়ীরা কিনে নেন।